শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চীনা পররাষ্ট্রমন্ত্রীর খোঁজ নেই ২৩ দিন, বাড়ছে জল্পনা

চীনা পররাষ্ট্রমন্ত্রীর খোঁজ নেই ২৩ দিন, বাড়ছে জল্পনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী চিন গ্যাং হঠাৎ লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। ৫৭ বছর বয়সী এ নেতাকে প্রায় ২৩ দিন ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। তার সবশেষ আনুষ্ঠানিক কর্মসূচি ছিল ২৫ জুন। এরপর থেকে কোনো খোঁজ নেই। চীনা মন্ত্রীর এ আকস্মিক অন্তর্ধান নিয়ে অনলাইনে নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিষয়টি চীনের অতিগোপনীয়তাকে সামনে নিয়ে আসছে। চীনা সরকারের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন চিন। সোমবার তার বিষয়ে জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। মিস মাও-এর এমন জবাব জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। চীনের সামাজিকমাধ্যম উয়েবোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ উত্তরের ভিডিও পোস্ট করা হয়। এতে একজন মন্তব্য করেছেন, ‘তিনি কী জানেন না যে কীভাবে জবাব দিতে হয়’। আরেকজন লিখেছেন, ‘এ জবাব সম্পূর্ণ উদ্বেগজনক’।

চীনে উচ্চপর্যায়ের ব্যক্তিদের এমন হুটহাট নিখোঁজ হওয়া নতুন কিছু নয়। শি জিনপিং নিজেও ২০১২ সালে চীনের প্রেসিডেন্ট হওয়ার আগে প্রায় দুই সপ্তাহ জনসমক্ষে আসেননি। তবে পার্টির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চিন একজন, যিনি দীর্ঘসময় ধরে অনুপস্থিত। গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, চিন স্বাস্থ্যগত কারণে ইন্দোনেশিয়ায় কূটনীতিকদের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। কিন্তু পরে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ওই লাইনটুকু সরিয়ে ফেলা হয়।

সর্বশেষ খবর