শিরোনাম
শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ভোটের আগে ধাক্কা ঋষি সুনাকের

উপনির্বাচনে গুরুত্বপূর্ণ আসনে হার কনজারভেটিভদের

ভোটের আগে ধাক্কা ঋষি সুনাকের

আগামী বছরই সাধারণ নির্বাচন ইংল্যান্ডে। তার আগেই বড়সড় ধাক্কা খেল প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ক্ষমতাসীন কনজারভেটিভ দল। উপনির্বাচনে নর্দার্ন লন্ডন আসনটি হেরে গেছে কনজারভেটিভ দল। তাছাড়াও দক্ষিণ ইংল্যান্ডের একটি আসন হাতছাড়া হয়েছে ঋষি সুনাকের দলের। সে দেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এ দুই কেন্দ্রেই কনজারভেটিভ পার্টির জয় প্রায় নিশ্চিত ছিল। তবে এমপি পদ থেকে ইস্তফা দেওয়া বরিস জনসনের আসনটি নিজেদের দখলে রেখেছে কনজারভেটিভ পার্টি।

গতকাল প্রকাশিত নির্বাচনের ফলাফলে দেখা গেছে, কনজারভেটিভদের প্রধান বিরোধী দল লেবার পার্টির দখলে গেছে সেলবি ও আইনস্টি আসনটি। অন্যদিকে মধ্যপন্থি মতাদর্শের লিবারেল ডেমোক্রাট প্রার্থী জিতেছেন সমারটন ও ফ্রোম আসনটি। তবে বরিস জনসনের ছেড়ে যাওয়া আসনে জিতলেও  স্বস্তিতে থাকবে না কনজারভেটিভ পার্টি। সেখানে আগের তুলনায় বিরোধীদের প্রাপ্ত ভোটের পরিমাণ অনেকখানি বেড়েছে বলেই দেখা গেছে ফলাফলে।

সর্বশেষ খবর