শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মমতার বাড়ির সামনে থেকে গ্রেফতার ব্যক্তিকে নিয়ে রহস্য

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ির সামনে থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা নিয়ে রহস্য তৈরি হয়েছে। জানা গেছে, গতকাল দুপুরের দিকে দক্ষিণ কলকাতার কালীঘাটের হরিস চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কালো গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন ওই ব্যক্তি। তা দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করেন কলকাতা পুলিশের কর্মকর্তারা। ওই ব্যক্তির নাম শেখ নুর আমিন। গ্রেফতার হওয়ার পর তিনি নিজেকে একজন পুলিশ কর্মী বলে দাবি করেন। তার পরনে ছিল কালো ব্লেজার, চোখে সানগ্লাস। পুলিশ জানায়, পুলিশের স্টিকার লাগানো ওই গাড়িতে করেই মমতার বাড়ির কাছাকাছি চলে আসেন সন্দেহভাজন ওই ব্যক্তি। আটক করা হয় তার গাড়িটিও। গাড়ির মধ্যে পুলিশের আইডি কার্ড ছাড়াও বিএসএফ ও ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এর আইডি কার্ড পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, ভোজালি ও মাদক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এ সব জিনিস নিয়ে কেন ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অপেক্ষা করছিলেন বা কীভাবে তার কাছে বিভিন্ন এজেন্সির পরিচয়পত্র এলো? এসব নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। ওই ব্যক্তিকে আটক করে কালীঘাট থানায় নেওয়া হয়েছে। তাকে সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ খবর