রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দুই নারীকে বিবস্ত্র করে মারধর তোলপাড় পশ্চিমবঙ্গে

মমতা ব্যানার্জি এখন কোথায়?- সংবাদ সম্মেলনে অনুরাগ ঠাকুর

কলকাতা প্রতিনিধি

দুই নারীকে বিবস্ত্র করে মারধর তোলপাড় পশ্চিমবঙ্গে

ভারতের মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ঘটনায় ব্যাপক বিক্ষোভ ও নিন্দার ঝড় বইছে দেশটিতে। গতকাল চেন্নাইতে প্রতিবাদী নারীরা মুখে কালো কাপড় বেঁধে বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন -এএফপি

উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে দুই মহিলাকে বিবস্ত্র করে প্যারেড করানোর ঘটনার পর পশ্চিমবঙ্গের মালদহ জেলায় দুই নারীকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। এতে তোলপাড় হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য। মালদহের ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।

মণিপুরে নারী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতোমধ্যে ওই ঘটনায় আটক হয়েছেন চার অভিযুক্ত। গত মঙ্গলবার মালদহের পাকুয়াহাটে চুরির অভিযোগে উত্তেজিত জনতা দুই আদিবাসী নারীকে বিবস্ত্র করে পিটিয়েছে। মারধরের ভিডিও সামনে আসে শনিবার সকালে। জানা গেছে, মঙ্গলবার পাকুয়ায় গ্রাম্য হাট বসে। হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন ওই দুই নারী। ভিডিওতে দেখা যায়, তাদের চুরির অপবাদ দিয়ে পায়ের জুতো খুলে, চুলের মুঠি ধরে গ্রামের মহিলারা ওই দুই নারীকে মারধর করছেন। কেউ আবার পেছন দিক থেকে হ্যাঁচকা টান মারছেন। অবিরাম চলছে কিল, চড়, ঘুসি। এরই মধ্যে কিছু উন্মত্ত ব্যক্তি ওই দুই নারীর পোশাক ধরে টেনে ছিঁড়ে ফেলে। মারধরের কারণে একসময় নিস্তেজ হয়ে যান তারা। তারা হাউমাউ করে কান্নাকাটি করলেও জনতার রোষ থামেনি। পাশে থাকা সিভিক পুলিশও ছিল কার্যত নিরুপায়। পরে মানিকচক থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। অভিযোগ উঠেছে, মহিলা নির্যাতনের ঘটনায় দোষীদের না ধরে উল্টো ওই দুই নারীকেই গ্রেফতার করা হয়েছে। শেখ পারভেজ নামে এক গ্রামবাসী বলেন ‘পুলিশ গ্রামের বাসিন্দাদের কথা শোনেনি, বরং যারা নির্যাতিত হয়েছে মানিকচক থানা পুলিশ তাদেরই আটক করেছে। পুলিশ অন্যায় করেছে।’ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মালদহের এ ঘটনা নিয়ে শনিবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে জানান, ‘রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে নারী নির্যাতনের ঘটনা দেখা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজেদের দায়িত্ব থেকে পালাতে পারেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হৃদয়ে কি মমতা আছে? হাওড়ার পাঁচলায় মহিলাকে নির্যাতন করা হয়েছে, মালদহে দুই মহিলাকে মারধর করে অর্ধনগ্ন করা হয়েছে। মমতা ব্যানার্জি এখন কোথায়? কোথায় তদন্ত?’

অনুরাগ ‘ইন্ডিয়া’ জোট শরিকদেরও সমালোচনা করেন। তিনি বলেন, তার প্রশ্ন- বাংলায় সহিংসতা নিয়ে কেন বিরোধী জোটের নেতানেত্রীরা মুখ খুলছেন না? এ জোটের নেতানেত্রীরা বধির হয়ে গেলেন কেন? প্রিয়াঙ্কা গান্ধীর মুখে কি এখন সেলাই পড়েছে? কোথায় গেলেন মোমবাতি নিয়ে মিছিল করা লোকগুলো?

মালদহের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে ‘অবস্থান’ পালন করেন মালদহ উত্তরের সংসদ সদস্য খগেন মুর্মু (বিজেপি)। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘মণিপুর নিয়ে মাথা না ঘামিয়ে মমতা ব্যানার্জির উচিত বাংলা নিয়ে মাথা ঘামানো। মালদায় দুজন আদিবাসী মহিলার সঙ্গে যে ধরনের আচরণ করা হচ্ছে, তা মানবতাকে ছিন্নভিন্ন করে দেওয়ার মতো ঘটনা। মুখ্যমন্ত্রীর উচিত তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করা।’ সুকান্তর কটাক্ষ, ‘মুখ্যমন্ত্রীর লজ্জাশরম বলে কিছু আছে? তিনি মণিপুরে যাচ্ছেন। মণিপুর এত দূরে দেখতে পাচ্ছেন কিন্তু মালদহ এত কাছে তবু দেখতে পাচ্ছেন না!’ এ ঘটনায় নিন্দা জানানো হয়েছে কংগ্রেসের তরফেও। দলের সাংসদ তথা সাবেক কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী বলেন, দোষীদের বিরুদ্ধে উদাহরণমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা দরকার।’

সর্বশেষ খবর