রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

কোরীয় উপদ্বীপের পশ্চিমে সাগরের দিকে উত্তর কোরিয়া একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণের সামরিক বাহিনী। এর আগে বুধবার সর্বশেষ পিয়ংইয়ং দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মুখোমুখি অবস্থায় থাকা পিয়ংইয়ং ও ওয়াশিংটন উভয়েই এখন কোরীয় অঞ্চলে নিজেদের সামরিক ক্ষমতার প্রদর্শন বাড়িয়েছে। তার মধ্যেই এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর এলো। গতকাল ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, দক্ষিণ কোরিয়ায় এক সফরে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রে সজ্জিত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিন হাজির হওয়ার কয়েক ঘণ্টা পর বুধবার উত্তর কোরিয়া দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। বৃহস্পতিবার দেওয়া এক হুমকিতে তারা বলেছে, যুক্তরাষ্ট্র যদি দক্ষিণ কোরিয়ায় কোনো বিমানবাহী রণতরী, বোমারু বা ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করে, তাহলে তা তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্ত পূরণ করবে।

সর্বশেষ খবর