সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কম্বোডিয়ার একতরফা নির্বাচনে জয়ের দাবি ক্ষমতাসীনদের

কম্বোডিয়ার জাতীয় নির্বাচনে নিজেদের বিজয়ী ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের দল। এই একতরফা নির্বাচনে দীর্ঘ ৩৮ বছর ধরে ক্ষমতায় থাকা হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) সহজ জয় পাবে বলে ধারণা করা হচ্ছিল অনেক আগে থেকেই। ফলে শক্তিশালী কোনো প্রতিপক্ষ না থাকায় এ নির্বাচন যে কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা হুন সেনের পার্টির শাসনকালই আরও লম্বা করতে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত। তবে এবারের নির্বাচন অন্য একটি কারণে গুরুত্বপূর্ণ। এবার হুন সেন তার বড় ছেলে হুন মানেটের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন, যা ঘটলে ৩৮ বছর দেশকে নেতৃত্ব দেওয়া সাবেক এ খেমার রুজ গেরিলার শাসনের অবসান হবে। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, বছরের পর বছর প্রতিপক্ষ দলগুলোর ওপর নির্দয় দমনপীড়ন চালানো কম্বোডিয়ান পিপলস পার্টির (সিপিপি) সঙ্গে গতকালের ভোটে আর যারা অংশ নিচ্ছে, তাদের কেউই ক্ষমতাসীনদের টক্কর দেওয়ার সক্ষমতা রাখে না। ছেলের হাতে ক্ষমতা হস্তান্তরের পথ নির্বিঘ্নে সব বাধা অপসারণে দৃঢ়প্রতিজ্ঞ ৭০ বছর বয়সী হুন সেন অবশ্য গত সপ্তাহ পর্যন্ত কবে নাগাদ হুন মানেট দায়িত্ব পেতে পারেন তার সময়সীমা জানাননি। কম্বোডিয়ার দীর্ঘদিনের ক্ষমতাসীন দল সিপিপির পাশাপাশি ১৭টি ছোট দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। তবে সিপিপিকে চ্যালেঞ্জ জানানোর মতো সক্ষমতা এই ১৭ দলের কোনোটিরই নেই।

সর্বশেষ খবর