সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করতে পাকিস্তানে কমিটি

তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কীভাবে করা হবে এবং জাতীয় পরিষদ কীভাবে ভেঙে দেওয়া হবে তা নিয়ে কমিটি করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ কমিটির সদস্য সংখ্যা পাঁচ। কমিটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সলাপরামর্শ করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে।

আগামী মাসে জাতীয় পরিষদের সঙ্গে সিন্ধু ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হবে। এ জন্য পাঞ্জাবের বাইরে থেকে এই কমিটিতে কোনো সদস্য রাখা হয়নি। কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় মন্ত্রী ইসহাক দার, আহসান ইকবাল, খাজা সাদ রফিক, সরদার আয়াজ সাদিক এবং খাজা মুহাম্মদ আসিফ। তাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সলাপরামর্শ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটি গঠনের মধ্যদিয়ে দেশে পরবর্তী প্রশাসন ইস্যুতে পরামর্শ প্রক্রিয়া পূর্ণ গতিতে শুরু হয়েছে। আলোচনা শেষে এই কমিটি পিএমএলএনের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে রিপোর্ট দেবে। স্পর্শকাতর ইস্যুতে দলীয় প্রেসিডেন্ট ছাড়াও তার নির্দেশনা নেবেন এসব সদস্য। রিপোর্টে বলা হয়েছে, কমিটির কাজ শুরু হবে অবিলম্বে।

সর্বশেষ খবর