মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নিরাপত্তা বলয় ভেঙে মস্কোয় আবারও ড্রোন হামলা

রাশিয়া সব সময় দাবি করে তাদের দেশ আকাশ নিরাপত্তা এত শক্তিশালী তা গলিয়ে কোনো পাখিও ঢুকতে পারে না। তবে সেই নিরাপত্তায় মাঝে মাঝেই ফাটল ধরছে। কারণ সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার ঘটনা চোখে পড়ার মতো। এসব ঘটনায় কে বা কারা ঘটাচ্ছে তা অনেকটা আড়ালে থাকছে। এ অবস্থায় গতকাল রাজধানী মস্কোর দুটি ভবনে ড্রোন হামলা হয়েছে। বিষয়টি স্বীকার করে এর জন্য ইউক্রেনকে দায়ী করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, একটি ড্রোন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি জায়গায় পড়েছিল। গতকালের ঘটনায় মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে রাজধানীতে ড্রোন হামলা হয়। ভবনগুলো আবাসিক নয়। বড় কোনো ক্ষতি হয়নি।

ক্রিমিয়ায় ফের ড্রোন হামলা : রাশিয়ার একটি গোলাবারুদ ডিপোতে হামলা হয়েছে। গতকাল ভোরে অধিকৃত ক্রিমিয়ার ঝানকোইতে ড্রোন হামলার সময় এ ঘটনা ঘটে। ১১টি ড্রোন গুলি করে ধ্বংসের দাবি করেছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী। এ হামলার জন্যও ইউক্রেনকে দায়ী করেছে মস্কো। ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানান, ওই এলাকার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। তবে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটারের বাইরে সাধারণ মানুষকে সরিয়ে নিতে হবে।

সর্বশেষ খবর