মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা পাওয়া দেশের সংখ্যা বাড়ছে

যুক্তরাষ্ট্র চলতি বছর বিভিন্ন কারণে কয়েক দফা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। তার মধ্যে সর্বশেষটি ছিল গতকাল। কম্বোডিয়ায় প্রধান বিরোধী দল ছাড়াই আয়োজিত প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচন নিয়ে এদিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। এ ছাড়া গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে চলতি বছর নাইজেরিয়া, আফগানিস্তান এবং হাইতিতে নিষেধাজ্ঞা দিয়েছে। নাইজেরিয়ায় সাম্প্রতিক নির্বাচনের সময় ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন’ করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জন্য যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল। ২৫ ফেব্রুয়ারি নাইজেরিয়ার সাধারণ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র এই ঘোষণা দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সতর্ক করে বলেন, যারা নাইজেরিয়াতে ২০২৩ সালের নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন কিংবা পরে ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে’, তাদের মার্কিন ভিসা পাওয়ার অযোগ্য ঘোষণা করা হতে পারে। এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন আফগানিস্তানের বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্র এই বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানে নারী ও মেয়েদের অধিকার হরণের অভিযোগে অভিযুক্ত বর্তমান এবং প্রাক্তন তালেবান সদস্য, অ-রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সদস্য এবং অন্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সর্বশেষ খবর