মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

গ্রিসে ছড়িয়ে পড়ছে দাবানল পালাচ্ছে মানুষ

গ্রিসের রোডস পর্যটন দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও হোটেল ছেড়ে পালাচ্ছে। চলে যাচ্ছে পর্যটকরাও। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে ছুটির দিনে বেড়াতে আসা হাজারো পর্যটক দাবানাল থেকে বাঁচতে ফ্লাইটে করে বাড়ি ফিরে যাচ্ছে।

রোডস দ্বীপে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন সেখানকার উপমেয়র। দাবানলের কারণে ১৯ হাজার মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। দ্বীপটিতে আগুন জ্বলছে প্রায় এক সপ্তাহ ধরে। কর্মকর্তারা বলছেন, দেশের প্রায় সব অঞ্চলেই আরও আগুন ছড়িয়ে পড়ার প্রবল ঝুঁকি আছে। বিপর্যয়কর দাবানল মোকাবিলায় হিমশিম দেশটির কোরফু এবং ইভিয়া দ্বীপে সর্বশেষ মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। কোরফুর উপ- মেয়র দাবানলের জন্য ‘একদল মানুষ’কে দায়ী করেছেন। রোডস দ্বীপে হোটেল ছেড়ে যারা চলে যেতে বাধ্য হয়েছে তাদেরকে ফিরতি ফ্লাইট ধরার অপেক্ষায় বিমানবন্দরে, শপিং হলে, কনফারেন্স সেন্টারে কিংবা রাস্তায় রাত কাটাতে হচ্ছে। যানবাহন না পাওয়ায় অনেককেই দেখা গেছে প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে বিমানবন্দরে পৌঁছেছেন।

সর্বশেষ খবর