বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনা

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসী আচরণ থামছে না। নতুন করে দখলকৃত এলাকাটিতে আরও তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

ঘটনার কারণ হিসেবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তিনজন সশস্ত্র সন্ত্রাসী একটি গাড়ি থেকে সেনাদের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়ে।

আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালিয়ে তাদের নিষ্ক্রিয় করা হয়।

নেবুলাস একটি বাণিজ্যিক এলাকা। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জায়গাটি।

কয়েকটি ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দিচ্ছে সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই গাড়ি থেকে তিনটি ‘এম-সিক্সটিন’ রাইফেল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে তারা। গত মাসে ফিলিস্তিনের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পে টানা কয়েকদিন অভিযান চলে। ইসরায়েলি তা বে শিশুসহ ডজনখানেক ফিলিস্তিনি প্রাণ হারান। এক ইসরায়েলি সেনার প্রাণহানির দাবি করে তেলআবিব। এ বছর পূর্ব জেরুজালেম, অবরুদ্ধ গাজা উপত্যকাসহ অন্যান্য জায়গায় ইসরায়েলি অভিযানে কমপক্ষে ২০০ ফিলিস্তিনি নিহত হয়। সম্প্রতি ইসরায়েলি বাহিনী নিরাপত্তার নামে নির্বাচারে ফিলিস্তিনি হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সর্বশেষ খবর