বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিরোধী দলের জোট নিয়ে কটাক্ষ মোদির

কলকাতা প্রতিনিধি

বিরোধী দলের জোট নিয়ে কটাক্ষ মোদির

বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’ নিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ জোটকে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা করেছেন তিনি।

তৃণমূল, কংগ্রেসসহ দেশের প্রায় ২৬টি রাজনৈতিক দল মিলে বিজেপির বিরুদ্ধে তৈরি করেছে ‘ইন্ডিয়া’ জোট। এ জোটের পক্ষ থেকে সোমবারই মণিপুরের ক্রমবর্ধমান অশান্তির ঘটনার বিরুদ্ধে ধরনা দেওয়া হয়েছিল নয়াদিল্লির সংসদ ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে। এরপর গতকালই বিজেপির দলীয় বৈঠকে এই ‘ইন্ডিয়া’ জোটকে কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, ক্যাবিনেট মন্ত্রীরা এবং দুই কক্ষের বিজেপি সাংসদরা। বিরোধী জোটের মোকাবিলা করার জন্য দলীয় সাংসদদের বিভিন্ন নির্দেশ দিলেও এই জোটকে কটাক্ষ করে বাক্যবাণে বিঁধেছেন নরেন্দ্র মোদি। সরাসরি বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম টেনে তাঁর বক্তব্য, ‘জঙ্গি সংগঠনের নামেও তো ইন্ডিয়া থাকে’।

সর্বশেষ খবর