বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ফের চাঁদে মানুষ পাঠানোর মিশনে নাসা

ফের চাঁদে মানুষ পাঠানোর মিশনে নাসা

একসময় মহাশূন্য নিয়ে লড়াইয়ে নেমে ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আবার সেই লড়াই শুরু হয়েছে। তবে এবার যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন। চাঁদ জয়ের যুদ্ধে নেমেছে মহাশক্তিধর দুই দেশ। ২০৩০-এর মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর ঘোষণা করেছে বেইজিং। চীনা মহাকাশচারীর পা পড়ার আগেই পৃথিবীর উপগ্রহে ফের জাতীয় পতাকা ওড়াতে মরিয়া মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এ জন্য গত জুলাইয়ে চন্দ্রাভিযানের প্রস্তুতিতে একটি পরীক্ষা চালায় নাসা। উল্লেখ্য, চাঁদে মহাকাশচারী পাঠানোর মার্কিন মিশনের পোশাকি নাম আর্টেমিস-২। এর মাধ্যমে প্রথমে চাঁদের কক্ষপথে পৌঁছবেন চার নভোচারী। এরপর উপগ্রহটিকে প্রদক্ষিণ করতে করতে অবতরণের জায়গা ঠিক করবেন তারা। সব শেষে চাঁদের সেই অংশে পা রাখবেন ওই মহাকাশচারীরা। আর এই মিশনের জন্যই নভোচারীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে নাসা।

সর্বশেষ খবর