শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

১৫ বছর পর থাইল্যান্ডে ফিরছেন থাকসিন সিনাওয়াত্রা

১৫ বছর পর থাইল্যান্ডে ফিরছেন থাকসিন সিনাওয়াত্রা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ১৫ বছরের স্বেচ্ছানির্বাসনের পর ১০ আগস্ট নিজ দেশে ফিরবেন। গতকাল তাঁর মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা এ তথ্য জানিয়েছেন। ৭৪ বছর বয়সী ধনকুবের থাকসিন থাইল্যান্ডের দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ‘দুর্নীতির’ মামলায় কারাগারে যাওয়া এড়াতে ২০০৮ সালে থাকসিন লন্ডনে চলে যান। এরপর সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়ে বসবাস করছেন। তবে তিনি নির্বাসনে থাকা অবস্থায় তাঁর ছোট বোন ইংলাক সিনাওয়াত্রাও দেশটির প্রধানমন্ত্রী হন। পরে সেনাবাহিনী তাকেও ক্ষমতাচ্যুত করে। থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে আসছেন। থাই সামরিক বাহিনীর সঙ্গে থাকসিনের তিক্ত সম্পর্কের ইতিহাস রয়েছে। আবার রাজতন্ত্রপন্থিদের সঙ্গেও তার সম্পর্ক ভালো নয়।

সর্বশেষ খবর