বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে বিধ্বস্ত বিমান

একদিকে প্রচ- গরম অন্যদিকে দাবালন। এ অবস্থায় কাহিল প্রাচীন সভ্যতার দেশ গ্রিস। প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে পর্যটক এবং স্থানীয় মানুষকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। মঙ্গলবার এথেন্সের কাছে এভিয়া দ্বীপের দাবানল নিয়ন্ত্রণে আনতে সেখানে একটি বিমান পৌঁছায়। দমকলের ওই বিশেষ বিমান আগুন নেভানোর জন্যই সেখানে গেছিল। কিন্তু বিমানটি কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বিমানের দুই পাইলটের মৃত্যু হয়েছে।

এদিকে আলজেরিয়ার পরিস্থিতিও ভয়াবহ। সেখানেও বেশ কিছু এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে। গতকাল ভোরে দেশের জাতীয় টেলিভিশন জানিয়েছে, একাধিক জঙ্গলে আগুন লেগেছে। তবে প্রতিটি আগুনই আপাতত নিয়ন্ত্রণে বলে তারা জানিয়েছে। আলজেরিয়ায় শুধু দাবানলেই এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর