শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ গড়ার প্রতিশ্রুতি মোদির

ভারতে লোকসভা নির্বাচন আগামী বছর। সেই নির্বাচনে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, মোদি জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি তৃতীয় দফায় ক্ষমতায় এলে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলবেন। আইটিপিও কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানেই এই মন্তব্য করেন তিনি। মোদি বলেন, বিজেপি সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে তখন বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি ছিল ভারত। আমাদের দ্বিতীয় কার্যকালে ভারত পঞ্চম স্থানে উঠে এসেছে। যখন তৃতীয়বার ক্ষমতায় ফিরব তখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত।

এদিকে ২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা মোদি এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনাস্থা ভোটের মুখে পড়েছেন। ভারতের আইন অনুযায়ী লোকসভায় যদি কোনো দল অনাস্থা ভোট আনতে চায়, তাহলে কমপক্ষে ৫০ জন এমপির সমর্থন জানাতে হবে।

সর্বশেষ খবর