সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দুবাইয়ের রাস্তায় কারের ‘বাপ’

দুবাইয়ের রাস্তায় কারের ‘বাপ’

দুবাইয়ের রাস্তায় চলল একটি বিশাল কার। যার উচ্চতা ৬.৬ মিটার। লম্বায় ১৪ মিটার এবং ৬ মিটার চওড়া। এই হামার গাড়ির কাছে একেবারে লিলিপুট অন্য গাড়িগুলো। এক টুইটার ব্যবহারকারী সম্প্রতি ওই এসইউভির একটি ভিডিও সামনে এনেছেন। দাবি করা হচ্ছে, হামার এইচ১ ‘এক্স৩’ গাড়িটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজপরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের। গাড়িটি হামারের সাধারণ স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের (এসইউভি) চেয়ে তিন গুণ বড়। এটি  হলো বিশ্বের সব থেকে বড় এসইউভি। যেসব এসইউভি দেখে অভ্যস্ত তার তুলনায় এটা তিন গুণ বেশি বড়। গাড়িটির ভিডিও প্রকাশ হওয়ার পরই নানা মন্তব্য করতে দেখা যায় টুইট ব্যবকারীদের মধ্যে। এর মধ্যে একজন মন্তব্য করছেন, এটি কারের ‘বাপ’। এনডিটিভির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আরব আমিরাতের রাজ পরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ান। তিনিই এ গাড়ির মালিক। আল নাহিয়ান একজন গাড়িবিলাসী মানুষ। জীবনের সম্পদের বেশির ভাগ তিনি বিলাসবহুল গাড়ি তৈরিতে খরচ করেন।

নতুন গাড়িটিকে দোতলা এসইউভি-ও বলা যায়। এর মধ্যে লিভিং রুম, টয়লেটও রয়েছে। স্টিয়ারিং রয়েছে দোতলায়। সূত্রের খবর শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ান নামে ওই রাজ পরিবারের সদস্যের কাছে অন্তত ৩ হাজার গাড়ি রয়েছে। তিনি একটা সময় তাঁর মার্সিডিজ গাড়িটি রংধনু গাড়িতে রাঙিয়ে তুলেছিলেন। সে কারণে তার নাম হয়ে যায় রেইনবো। নানা ধরনের বিলাসবহুল গাড়ি রয়েছে তার কাছ। এই বিশাল দৈত্যাকার গাড়ির জন্য তার নাম গিনেস বুকেও উঠতে পারে।

 

সর্বশেষ খবর