সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পোল্যান্ড সীমান্তের কাছে অবস্থান করছে ওয়াগনার গ্রুপ!

পোল্যান্ডের সীমান্তের প্রায় কাছে অবস্থান করছে রাশিয়ার ভাড়াটে সৈন্যবাহিনী ওয়াগনারের সদস্যরা। এই পরিস্থিতিতে বাহিনীর গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পোল্যান্ড। মূলত এই ওয়াগনার বাহিনীর যোদ্ধারাই ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়েছিল। পোলিশ সীমান্তের দিকে ওয়াগনার বাহিনীর গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেছেন, ‘১০০ জনেরও বেশি ওয়াগনার ভাড়াটে সৈন্য সুওয়ালকি গ্যাপের দিকে অগ্রসর হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। এমনকি ওয়াগনার সেনারা অবৈধ অভিবাসী হিসেবে ছদ্মবেশে পোল্যান্ডে প্রবেশ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মাতেউস। শনিবার এক সংবাদ সম্মেলনে ন্যাটোর অন্যতম শক্তিধর রাষ্ট্র পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস আরও জানান, ওয়াগনার সৈন্যরা পশ্চিম বেলারুশের শহর গ্রোডনোর খুব কাছাকাছি চলে এসেছে।

গ্রোডনো বেলারুশের পশ্চিম দিকে অবস্থিত। যা ন্যাটোর পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। একই সঙ্গে এখানে গুরুত্বপূর্ণ সুওয়ালকি করিডোর অবস্থিত। দৈর্ঘ্যে মাত্র ৬০ মাইল হলেও সুওয়ালকি করিডোর কৌশলগত দিক থেকে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও বেলারুশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী অঞ্চলটি রাশিয়ার বর্ধিতাংশ কালিনিনগ্রাদকে বেলারুশের সঙ্গে যুক্ত করেছে।

সর্বশেষ খবর