সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ভারত ও ভুটানে বেড়েছে বাঘের সংখ্যা

ভারত ও ভুটানে বেড়েছে বাঘের সংখ্যা

ভারত ও ভুটানে বাঘের সংখ্যা আগের চেয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি দেশ দুটিতে পরিচালিত পৃথক জরিপের প্রকাশিত রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।

ভারতের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের হিসাব বলছে, বর্তমানে দেশটিতে বাঘের সংখ্যা ৩ হাজার ৬৮২টি; যা বিশ্বের মোট বাঘের সংখ্যার ৭৫ শতাংশ। আর বর্তমানে ভুটানে বাঘ আছে ১৩১টি; যা ২০১৫ সালের সর্বশেষ গণনার তুলনায় বেড়েছে ২৭ শতাংশ। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শনিবার এ হিসাব প্রকাশ করা হয়েছে। ভারতের বন মন্ত্রণালয় দাবি করেছে, দেশটিতে বাঘের সংখ্যা বেড়েছে ৬ শতাংশ। ’৭০-এর দশকে ভারতে বাঘের সংখ্যা ২ হাজারের নিচে নেমে আসার পর প্রাণীটি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ভারতের বর্তমান কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দর যাদব বলেন, ‘বাঘ সংরক্ষণে আমাদের প্রচেষ্টা ও বাঘের সংখ্যা বৃদ্ধিকে শুধু পরিসংখ্যান দিয়ে কিংবা অনুকরণীয় বলে বিচার করা যাবে না। বরং দেশ হিসেবে এটি আমাদের সংকল্প ও প্রতিশ্রুতির প্রমাণ।’ অন্যদিকে হিমালয়ের ছোট দেশ ভুটানেও বাঘের সংখ্যা বৃদ্ধির বিষয়টি প্রশংসা কুড়িয়েছে। এ বিষয়ে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডের (ডবিওডবিওএফ) ভুটানের কান্ট্রি ডিরেক্টর চিমি রিনজিন বলেন, ‘বাঘের সংখ্যা বৃদ্ধি আমাদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। একই সঙ্গে এটি একটি অত্যন্ত অনুকূল বাস্তুতন্ত্রের নির্দেশক।’ এদিকে জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুগুলোর জন্য বৈশ্বিকভাবেই নানা প্রজাতির প্রাণীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে কিংবা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এমতবস্থায় ভুটান ও ভারতে বাঘের সংখ্যা বৃদ্ধিকে সবাই স্বাগত জানিয়েছেন। তবে বাঘের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা ঝুঁকিও রয়েছে। যেসব অঞ্চলে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেখানে গড়ে ওঠা মানববসতির ওপর বাঘের আক্রমণের শঙ্কা রয়েছে। ভারতে সরকারি হিসাব অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে দেশটিতে প্রায় ১০০-এরও বেশি মানুষ বাঘের আক্রমণে মৃত্যুবরণ করেছেন।

 

সর্বশেষ খবর