বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পরমাণু ইউনিটের প্রধানকে সরিয়ে দিলেন জিন পিং

চীনের পরমাণু অস্ত্র ইউনিটের প্রধান জেনারেল লি ইউচাওকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্সের প্রধান ছিলেন। নৌবাহিনীর সাবেক উপপ্রধান ওয়াং হুবিনকে এই পদে নতুন করে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট শি জিন পিং। তাঁর সহকারী করা হয়েছে সু সিসেনকে। পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান জেনারেল লি ইউচাও ও তার ডেপুটি কয়েক মাস ধরে নিখোঁজ। এর মধ্যেই সাবেক ডেপুটি নৌবাহিনী প্রধান ওয়াং হাউবিন ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জু শিশেংকে স্থলাভিষিক্ত করা হয়েছে। এক দশকের মধ্যে বেইজিংয়ের সামরিক নেতৃত্বে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ফেলো লাইল মরিস বলেন, এটি ছিল চীনের সর্বশেষ শুদ্ধিকরণ। চীন কয়েক দশকের মধ্যে পারমাণবিক কৌশলে পরিবর্তন আনছে। জেনারেল লি ও তাঁর সহযোগী কোথায় আছেন, সে বিষয়ে বেইজিং কিছু জানায়নি। তবে গত সপ্তাহে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এই দুই শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে।

সর্বশেষ খবর