শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ভারত-পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান যুক্তরাষ্ট্রের

দ্বিপক্ষীয় সম্পর্কে যা কিছু সমস্যা রয়েছে তা সমাধান করতে শান্তিপূর্ণভাবে আলোচনা করতে হবে ভারত ও পাকিস্তানকে। দুই দেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। প্রসঙ্গত, মঙ্গলবারই একটি সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসার বার্তা দেন।

প্রতিবেশী এ দুই দেশ দীর্ঘ দিন ধরে নানা বিবাদে জড়িত। এর মধ্যে রয়েছে কাশ্মীর ইস্যু থেকে শুরু করে সীমান্তে সন্ত্রাসবাদ। কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার পরেও প্রবল আপত্তি জানিয়েছিল প্রতিবেশী দেশটি। ভারতের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর মদদে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে, একাধিকবার সেই অভিযোগও উঠেছে।

এর মধ্যেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে বিষয়টি তুলে ধরা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিলার বলেন, ‘বহুদিন থেকেই আমরা বলে আসছি, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা হওয়া দরকার। যেসব বিষয় নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে তা নিয়ে আলোচনা করতে হবে।’

সর্বশেষ খবর