শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নাইজার থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস কর্মীদের একাংশকে সরিয়ে নেওয়া শুরু করেছে। দেশটিতে গত সপ্তাহে এক সামরিক অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিল। নাইজার থেকে এরই মধ্যে শত শত বিদেশি নাগরিককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সেখানে গত রবিবার ফরাসি দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালায়। মার্কিন পররাষ্ট্র দফতরের ভ্রমণ নির্দেশনায় বলা হয়েছে, নাইজারের রাজধানী নিয়ামে মার্কিন দূতাবাসে কেবল অতি জরুরি কাজে কর্মকর্তারা অবস্থান করবেন। যারা অতি জরুরি কাজে নিয়োজিত নন, তারা সপরিবার দেশে ফিরে আসবেন। দূতাবাসের রুটিন কার্যক্রম বন্ধ থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা শুধু মার্কিন নাগরিকদের নাইজার ত্যাগে সহায়তা করবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নাইজার ভ্রমণ করতে নিষেধ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ২৬ জুলাই অভ্যুত্থান ঘটে। এতে নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেনশিয়াল গার্ডের সদস্যরা। অভ্যুত্থানের পর নাইজারের প্রেসিডেনশিয়াল গার্ডের প্রধান আবদোরাহমানে চিয়ানি নিজেকে দেশটির অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করেন।

সর্বশেষ খবর