শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে ৪৫ জন নিহত

ব্রাজিলের তিন রাজ্যে মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির রিও ডি জেনেরিও, সাও পাওলো এবং বাহিয়ায় এ অভিযান চালায় যৌথবাহিনী। গতকাল গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বুধবার রিও ডি জেনেরিওর কমপ্লেক্সো দা পেনহায় মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে অন্তত ১০ জনের মৃত্যু হয়। বাহিয়া রাজ্যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সাও পাওলো রাজ্যে পুলিশের যৌথ অভিযানে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ অভিযান বেশ কিছুদিন ধরে পরিচালনা করছে ব্রাজিল। গত সপ্তাহের বৃহস্পতিবার ব্রাজিলের সাওপাওলোর উপকূলীয় শহর গুয়ারুজাতে মাদক চক্রের হামলায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।  অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গুয়ারুজায় চালানো অভিযান মূলত ‘পুলিশ কর্মকর্তার মৃত্যুর প্রতিশোধ’।

সর্বশেষ খবর