শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হিজাব না পরলে ১০ বছর সাজা আরও কড়া আইন ইরানে

হিজাব না পরলে ১০ বছর সাজা আরও কড়া আইন ইরানে

হিজাব বিদ্রোহ দমনে মরিয়া ইরান সরকার। তরুণী মাসা আমিনির মৃত্যুতে যে বিপ্লব নাড়িয়ে দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আরও কড়া আইন আনতে চলেছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসন। বিল পাস হলেই সেই আইন কার্যকরী হবে। যার জেরে হিজাব না পরলে ৫ থেকে ১০ বছরের জন্য জেলে যেতে হবে। গুনতে হবে বিপুল জরিমানা। এখনো পর্যন্ত ইরানে যে আইন, তাতে ১০ দিন থেকে ২ মাস পর্যন্ত কারাবাসের সাজার বিধান রয়েছে। বাংলাদেশি মুদ্রায় জরিমানার পরিমাণ ১০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। কিন্তু কারাবাসের মেয়াদের মতোই জরিমানাও একলাফে বাড়িয়ে করা হয়েছে ৭ লাখ টাকা। প্রসঙ্গত, ২০২২-এর ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের মারে মৃত্যু হয় ২২ বছরের কুর্দ তরুণী মাসা আমিনির। ঠিকমতো হিজাব পরেননি, এটাই নাকি ছিল তার অপরাধ। ওই ঘটনার পর থেকেই দেশজুড়ে শুরু হয় প্রতিবাদী মিছিল। সেই আন্দোলনে শামিল হন পুরুষদের একাংশও। বেকায়দায় পড়লেও অবস্থান বদলাতে নারাজ ইরান সরকার। তেহরানের দাবি, এ বিক্ষোভের পেছনে হাত রয়েছে আমেরিকার। এবার হিজাব আইন আরও কড়া করে প্রতিবাদীদেরই বার্তা দিচ্ছে প্রশাসন।

সর্বশেষ খবর