শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রুশ নৌঘাঁটির ওপর ইউক্রেনের হামলা

ইউক্রেন কৃষ্ণসাগরের তীরে রাশিয়ার নৌঘাঁটির ওপর ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া ক্ষয়ক্ষতি অস্বীকার করলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কৃষ্ণসাগরের কাছে অবস্থিত নোভোরোসিস্ক বন্দরে রাশিয়ার ওই নৌঘাঁটি। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, রাশিয়ার রণতরী সেই ড্রোন ধ্বংস করে দিয়েছে। কিন্তু ইউক্রেনীয় একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, একটি ড্রোন ওলেনেগরস্কি গরনিয়াক নামে রুশ একটি যুদ্ধজাহাজে আঘাত করেছে এবং জাহাজটিকে এখন আর যুদ্ধে কাজে লাগানো সম্ভব হবে না। কয়েক দিন আগেই মস্কোর নুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ করেছিল মস্কো। কয়েক দিনের মধ্যে ফের উঠল হামলার দাবি।

গতকাল সকালেই অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের ওপর ইউক্রেনের দশটি সি-ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রাশিয়া দাবি করছে। বিবিসি বলছে, কয়েক দিন ইউক্রেনের একাধিক শহরের ওপর রাশিয়ার হামলার পর ইউক্রেন আবার পালটা হামলা চালাতে শুরু করেছে। রাশিয়ার রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ এ বন্দরের কাজকর্ম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে পাইপলাইনের মাধ্যমে পেট্রোলিয়াম এনে রপ্তানির জন্য জাহাজে ভরার কাজ চালু আছে বলে সংশ্লিষ্ট কোম্পানি দাবি করছে। জাতিসংঘের উদ্যোগে খাদ্যশস্য রপ্তানি-সংক্রান্ত চুক্তি থেকে রাশিয়া সম্প্রতি বেরিয়ে আসার পর থেকে কৃষ্ণসাগর ও আশপাশের বন্দরে হামলা ও সংঘর্ষের ঘটনা বাড়ছে। গতকাল আঘাত পাওয়া রুশ এ জাহাজটিকে শত্রু দেশের সাগরতটে সেনা এবং সরঞ্জাম অবতরণের কাজে লাগানোর উদ্দেশ্যে তৈরি করা হয়। রাশিয়া এই ড্রোন হামলার কথা জানালেও তাদের বিবৃতিতে ক্ষয়-ক্ষতির কোনো কথা নেই। ইউক্রেনের নিরাপত্তা গোয়েন্দা সূত্র থেকে বিবিসির কাছে পাঠানো একটি ভিডিওতে দেখা গেছে পানির ওপর দিয়ে একটি সামুদ্রিক ড্রোন একটি জাহাজের দিকে ছুটে যাচ্ছে। ধারণা করা হচ্ছে- ওই জাহাজটিই রাশিয়ার যুদ্ধজাহাজ ওলেনেগরস্কি গরনিয়াক। ভিডিও ফুটেজে দেখা গেছে, ড্রোনটি জাহাজটির একদম কাছ পর্যন্ত চলে গেছে এবং একপর্যায়ে সেটি থেকে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো ভিডিও ফিড বন্ধ হয়ে যায়।

সর্বশেষ খবর