শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নিজেকে নির্দোষ দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির আদালতে বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন দেশটির সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে অভিযোগ, ক্যাপিটাল হিলে হামলার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করেছেন। তবে ট্রাম্প আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালতে শুনানি শুরুর পর ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান বিচারক মোক্সিলা উপাধ্যায়। অভিযোগ প্রমাণিত হলে তার কত বছরের সাজা হতে পারে তা-ও জানানো হয়। তখনই ট্রাম্প দাবি করেন, তিনি নির্দোষ।

শুনানিতে সরকার পক্ষের কৌঁসুলিরা আদালতের কাছে ট্রাম্পকে আটকের আবেদন করেননি। তবে এর বিপরীতে তাকে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। ২৮ আগস্ট এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকার করেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প।

সর্বশেষ খবর