রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

উত্তরাখণ্ডে ভূমিধসে তিনজন নিহত, নিখোঁজ ১৭

উত্তরাখণ্ডে ভূমিধসে তিনজন নিহত, নিখোঁজ ১৭

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ব্যাপক এক ভূমিধসের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কেদারনাথের ১৬ কিলোমিটার আগে রুদ্রপ্রয়াগের গৌরিকুণ্ডে ভূমিধসের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রুদ্রপ্রয়াগের জেলা প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় তিনজন মারা গেছেন এবং আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা জানান, পর্বত থেকে নেমে আসা ভারী কাদা ও পানির স্রোতে রাস্তার পাশের দুটি দোকান ও একটি ধাবা ধ্বংস হয়ে গেছে ভেসে গেছে। এ সময় ওই দুই দোকান ও ধাবাটিতে স্থানীয় চার ব্যক্তি এবং ১৬ জন নেপালি ছিলেন।

রাজ্যটির দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। গতকাল সকালে রাজ্যটির উত্তরকাশী জেলায় গাঙ্গোত্রী জাতীয় মহাসড়কের একটি অংশ দেবে যায়, এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, মহাসড়কটির প্রায় ৬০ মিটারের মতো অংশ দেবে গেছে, কাছেই ভূমিধসের কারণে এমন ঘটনা ঘটেছে। এলাকাটির কাছেই একটি বিমানক্ষেত্র আছে আর সেটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। কর্মকর্তারা জানান, নিকটবর্তী তেহরি বাঁধের কারণে ওই ভূমিধসের ঘটনা ঘটেছে। শুক্রবার উত্তরকাশীর ভাটওয়ারির ৫০০ মিটার আগে ওপর থেকে পাথর ও আবর্জনা গড়িয়ে পড়তে থাকায় গাঙ্গোত্রী মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সব মিলিয়ে সড়কটি বন্ধ থাকায় গাঙ্গোত্রী ধাম যাত্রায় থাকা পুণ্যার্থীরা ওই পথে আটকা পড়ে আছেন বলে উত্তরকাশীর জেলা প্রশাসন জানিয়েছে। চলতি বর্ষা ঋতুতে উত্তরাখণ্ডে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু, ৩১ জন আহত ও ১ হাজার ১৭৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ খবর