রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পারস্য উপসাগরের তিন দ্বীপে মহড়া চালাল ইরান

পারস্য উপসাগরের তিন দ্বীপ বুমুসা, তুম্বে বুজুর্গ ও তুম্বে কুচাকে মহড়া চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।

গত বুধবারের এই মহড়ায় মূল ভূমিকায় ছিল আইআরজিসির নৌ ইউনিট। এতে সার্বিক সহযোগিতা করেছে অ্যারোস্পেস ডিভিশন। পারস্য উপসাগরে অনুষ্ঠিত এই মহড়ার সামরিক, ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

এ মহড়ায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম দ্রুতগতির নৌযান, কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পন্ন সমুদ্র ড্রোন, উভচর বিমান এবং উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এ ছাড়া মহড়ার সময় মূল ভূখণ্ড থেকে দ্রুততম সময়ের মধ্যে আইআরজিসির সেনাদের দ্বীপগুলোতে পৌঁছানোর নজির তৈরি হয়েছে। মূল ভূখণ্ডের সাগর উপকূল থেকে মাত্র ১৫ মিনিটে হেলিকপ্টার ও বিমানের সাহায্যে সেনাদের বুমুসা দ্বীপে পৌঁছে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর