রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

এবার কৃষ্ণসাগরে রুশ ট্যাংকারে হামলা

সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা, রুশদের দখলকৃত ক্রিমিয়ায় ব্রিজে হামলা এবং নৌ-ঘাঁটিতে হামলার পর এবার কৃষ্ণসাগরের রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ নাবিকরা এ তথ্য নিশ্চিত করেছেন। রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, গতকাল কার্চ প্রণালির কাছে চালানো ওই হামলায় নৌযানটির ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটির ১১ ক্রুর কেউই হতাহত হননি। রাশিয়ার কয়েকজন সামরিক ব্লগার জানিয়েছেন, হামলার শিকার নৌযানটি রাশিয়ার সিগ তেলবাহী ট্যাংকার। আর এতে হামলা চালানো হয়েছে নৌ-ড্রোন ব্যবহার করে। হামলার স্থল বিখ্যাত কার্চ সেতুর খুব কাছাকাছি। তারা আরও জানিয়েছে, উপকূলের কাছাকাছি গ্রামের বাসিন্দারা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছেন। বিবিসি

 

 

 

সর্বশেষ খবর