সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেনের ব্লাড ব্যাংকে রাশিয়ার হামলা

উত্তর-পূর্ব ইউক্রেনের একটি ব্লাড ব্যাংকে রাশিয়া বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অনেকে হতাহত হয়েছেন। শনিবার রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবি করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বোমারু বিমান উত্তর-পূর্ব ইউক্রেনের ব্লাড ব্যাংকে হামলা করেছে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এ হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুধু এ যুদ্ধাপরাধের ঘটনাটিই এককভাবে রাশিয়ার আগ্রাসনের মাত্রা বুঝিয়ে দেয়। রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে বেসামরিকদের ওপর হামলা ও যুদ্ধাপরাধের সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জেলেনস্কি হামলাকারীদের ‘পশু’ হিসেবে বর্ণনা করেছেন। বলেছেন, তারা (রাশিয়া) সবকিছু ধ্বংস করতে চাইছে। তিনি বলেন, এই হামলা (ব্লাড ব্যাংকে হামলা) একাই রাশিয়ান আগ্রাসন সম্পর্কে সবকিছু বলে।

এদিকে ইউক্রেনের ভূখন্ডে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় ৫৭টি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রামে একটি বিবৃতি দিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত রুশ বাহিনী আকাশ ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সর্বশেষ খবর