বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ইতালিতে নৌকা ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইতালির লামপেদোসা দ্বীপে একটি নৌকা ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। গতকালের ওই ঘটনায় নৌকায় থাকা চারজনকে উদ্ধার করা হয়েছে। তারা উদ্ধারকারীদের জানিয়েছেন, তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌযানটিতে চড়ে ইতালির দ্বীপটিতে ভিড়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই এটি তলিয়ে যায়। তারা চারজন আইভরিকোস্ট ও গিনির নাগরিক। নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি উদ্ধারকারীরা। ৪৫ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী বহন করছিল নৌযানটি। মাল্টার একটি জাহাজ এসব যাত্রীদের উদ্ধার করে। যাত্রীদের মধ্যে ১৫ জনের পরনে লাইভ জ্যাকেট থাকলেও তারা ডুবে যায়। ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সম্প্রতি দেশটিতে ৯০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী আশ্রয় নিয়েছে।

এ বছর উত্তর আফ্রিকা থেকে অবৈধ উপায়ে সাগর পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে ১ হাজার ৮০০ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

অবৈধভাবে ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করার পরও থামছে না এ যাত্রা। এতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল।

সর্বশেষ খবর