বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
বিজেপিকে মমতা

দিল্লির গদি ছাড়ো

কলকাতা প্রতিনিধি

ইংরেজদের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক দেওয়ার শতবার্ষিকীতে কেন্দ্রের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিকে ‘দিল্লি ছাড়ো’র ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা বলেছেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের ভারত ছাড়া করেছিল। আমরা আমাদের স্বাধীনতা চেয়েছিলাম। কিন্তু আজকে এমন একটা সরকার চলছে, আমাদের বকেয়া রুপি বন্ধ করে দিয়েছে। ইংরেজদের আমরা বলছিলাম ভারত ছাড়ো, আর এখন বিজেপিকে আমরা বলছি তোমরা দিল্লির গদি ছাড়ো।

তোমাদের দিল্লির মসনদে থাকার কোনো অধিকার নেই। আজকে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে, এনকাউন্টারে মানুষ মারছে, মণিপুর জ্বলছে। আজ চার মাস হয়ে গেল কেন্দ্রের কোনো হেলদোল নেই। ওরা ভাবছে জাতিদাঙ্গা বাধিয়ে দেশটাকে টুকরো টুকরো করে দেবে।’

বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে রাজ্যটির ঝাড়গ্রামের অনুষ্ঠানে উপস্থিত থেকে গতকাল এসব কথা বলেন মমতা। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘ভারত সরকার, বিজেপির সরকার বিশ্বাসঘাতকতা করেছে। আজকে আমাদের একটাই প্রতিজ্ঞা, আমার একমাত্র উদ্দেশ্য বিজেপির সরকারকে উৎখাত করা।’

মণিপুরের ইস্যুতে মমতা বলেন, ‘মণিপুরকে শান্ত করতে হবে। ভারত সরকারকে বলব আমাদের তাড়ানোর দরকার নেই। আমরা এদেশের লোক। আমাকে যদি বলে মমতা ব্যানার্জি ভারত ছাড়ো, আমি কিন্তু ভারত ছেড়ে যাব না। কারণ আমি এই দেশের মাটিতে জন্মেছি। আর তুমি (বিজেপি) দেশের মানুষকে ভালোবাসো না। তাই তোমাকে ইন্ডিয়াতেই ফিরে আসতে হবে। কুইট ইন্ডিয়া ওটা কোনো নাম নয় ওটা একটা আন্দোলন, ইতিহাসের নাম।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর