শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ফের ধর্ষণের অভিযোগ মণিপুরে

কলকাতা প্রতিনিধি

ফের গণধর্ষণের ঘটনা উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরে। মণিপুর ইস্যুতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে গতকাল ভারতের প্রধানমন্ত্রী যখন সংসদে তাঁর বক্তব্য রাখছেন ঠিক সে সময় এ ঘটনা সামনে এলো। বুধবার স্থানীয় বিষ্ণুপুর নারী থানায় গণধর্ষণের অভিযোগ করেছেন ৩৭ বছর বয়সী এক নারী। এফআইআর-এর ভিত্তিতে জানা গেছে, গত ৩ মে রাজ্যটিতে জাতিগত সংঘর্ষ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের এবং পাড়া-প্রতিবেশীদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়। সে সময় চূড়াচাঁদপুরের বাড়ি থেকে প্রাণভয়ে তিনি, তার দুই ছোট ছেলে, তার ভাতিজি দৌড়াতে শুরু করেন। তার ঠিক পেছনেই ছিল তার ভাইয়ের বউ এবং তার সন্তান। কিন্তু দৌড়াতে গিয়ে কিছু দূর যাওয়ার পরেই এক সময় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যান ওই নারী। এরই মধ্যে কয়েকজন দুর্বৃত্ত ওই নারীকে ঘিরে ফেলে এবং যৌন নির্যাতন করে। ধর্ষণকারীরা কুকি সম্প্রদায়ের দাবি ওই নারীর। পরে তাকে ইম্ফলে ‘রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে’ চিকিৎসার জন্য যান। কিন্তু এরই মধ্যে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় এবার ইম্ফলের জেএনআইএমএস হাসপাতালে ভর্তি হন তিনি। অবশেষে ওই ঘটনার প্রায় তিন মাস পর ভয় ও সম্মানহানির আতঙ্ক কাটিয়ে এফআইআর করেন। এর আগে গত ৪ মে মণিপুরে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দুই নারীকে বিবস্ত্র করে হাটানোর অভিযোগ ওঠে। আর সেই ইস্যুতেই সংসদে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। গতকাল এ নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদি। আর তাঁর বক্তৃতার পরই ধ্বনি ভোটে খারিজ হয়ে যায় অনাস্থা প্রস্তাব।

সর্বশেষ খবর