শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নাইজারে সামরিক অভিযান চালাবে পশ্চিম আফ্রিকা

নাইজারে যত দ্রুত সম্ভব সামরিক হস্তক্ষেপের পদক্ষেপ অনুমোদন করবে পশ্চিম আফ্রিকার দেশগুলো। নাইজারে অভ্যুত্থান নিয়ে এক জরুরি বৈঠকের পর এ কথা জানিয়েছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট। বৃহস্পতিবারের ওই বৈঠকে আঞ্চলিক ব্লক ইকোওয়াসের নেতারা বলেছেন, তারা অভিযানের জন্য প্রস্তুত বাহিনী (স্ট্যান্ডবাই ফোর্স) মোতায়েন করতে একমত হয়েছেন।

তবে এ বাহিনীর কতটা বড়, সেনা সমাবেশ করতে কম সময় লাগবে এবং এ বাহিনী সত্যিই অভিযান চালাবে কি না সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি নেতারা। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু বলেছেন, সর্বশেষ ব্যবস্থা হিসেবে সামরিক শক্তি প্রয়োগ করা হবে। ২৬ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড। পরে সেনাবাহিনী ওই অভ্যুত্থানে সমর্থন দেয়। ক্ষমতা দখল করা জান্তা বাহিনীকে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে পশ্চিম আফ্রিকার নেতারা সময় বেঁধে দিয়েছিলেন। সে সময়সীমা গত রবিবার শেষ হয়েছে।

সর্বশেষ খবর