রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

৩৩ সেনা কর্মকর্তাকে পদচ্যুত করলেন জেলনস্কি

দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানে সামরিক নিয়োগের দায়িত্বে থাকা ইউক্রেন সেনাবাহিনীর সব আঞ্চলিক কর্মকর্তাকে পদচ্যুত করা হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন, পদচ্যুতদের সংখ্যা ৩৩ জন। তিনি বলেছেন, ‘যুদ্ধের সময়ে ঘুষ গ্রহণ বড় ধরনের বিশ্বাসঘাতকতা।’ রয়টার্স, বিবিসি। প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্নীতির অভিযোগ ইউক্রেনের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আস্থা নষ্ট করে।’ পদচ্যুতদের স্থলে যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা আছে এবং গোয়েন্দা সংস্থার যাচাইকৃত প্রার্থীদের নতুন বেছে নেওয়া হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে জেলেনস্কি জানিয়েছেন, অভিযোগের মধ্যে রয়েছে, কর্মকর্তারা ঘুষ হিসেবে নগদ অর্থ ও ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করেছেন অথবা লড়াইয়ে অংশ নেওয়ার জন্য ডাক পাওয়া যোগ্য লোকজনকে ইউক্রেন ছাড়তে সহায়তা করেছেন। জেলেনস্কি জানিয়েছেন, ৩৩ সন্দেহভাজন আঞ্চলিক কর্মকর্তার বিরুদ্ধে ১১২টি ফৌজদারি মামলা করা হয়েছে। সারা দেশজুড়েই ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

সর্বশেষ খবর