শিরোনাম
রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিজেপি নেত্রীকে পিটিয়ে হত্যা করলেন স্বামী

কলকাতা প্রতিনিধি

ভারতে ক্ষমতাসীন বিজেপির সংখ্যালঘু সেলের এক নেত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত ওই নেত্রীর নাম সানা খান। তিনি বিজেপির মহারাষ্ট্র ইউনিটের সংখ্যালঘু সেলের প্রধান। এক সপ্তাহ ধরে তিনি নিখোঁজ ছিলেন। তার স্বামীর নাম অমিত ওরফে পাপ্পু সাউ (৩৭)। এ ঘটনা তদন্তে নেমে পুলিশ জানিয়েছে সানাকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী অমিত। খুনের অভিযোগে অমিতকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সানাকে খুনের কথা তিনি স্বীকার করেছেন। অমিত জানিয়েছেন, তিনি বাড়িতে মারধর করলে সানা মারা যান। পরে লাশ প্রায় ৪৫ কিলোমিটার দূরে হিরণ নদীতে ফেলে দেওয়া হয়। তবে গতকাল পর্যন্ত সানার লাশ উদ্ধার করা যায়নি। জানা গেছে, অভিযুক্ত অমিত জবলপুরে খাবারের দোকান চালাতেন। এর সঙ্গে অবৈধ মদ ব্যবসায়েও তিনি জড়িত। ছয় মাস আগে সানা এবং অমিতের কোর্ট ম্যারেজ হয়। ব্যবসায় বিনিয়োগের জন্য সানার কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়েছিলেন অমিত। পরে সেই অর্থ ফেরত চাইলে দুজনের বিবাদ শুরু হয়। নাগপুর থেকে অমিতের সঙ্গে দেখা করতে গত সপ্তাহে মধ্যপ্রদেশের জবলপুর যান সানা খান। সেখান থেকে দুদিন পরই ফেরার কথা ছিল তার। কিন্তু কোনো খোঁজ না পাওয়ায় সানার পরিবার বিষয়টি থানায় জানায়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে নিখোঁজ রহস্যের সমাধানে নামে জবলপুর এবং নাগপুরের পুলিশ।

সর্বশেষ খবর