সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করতে চায় ইউক্রেন

ক্রিমিয়াকে রাশিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায় ইউক্রেন। এ জন্য প্রায়ই রাশিয়ার মূল ভূখন্ডের সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগ সেতুকে নিশানা বানিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবারও হামলা চালানো হয়। এর মাধ্যমে ২০১৪ সালে মস্কোর দখল করা উপদ্বীপকে বিচ্ছিন্ন করার অভিযান জোরদার করেছে কিয়েভ। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের লক্ষ্য হলো উপদ্বীপে রাশিয়ার অবস্থানকে দুর্বল করা। যাতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে দখলদার বাহিনীর অবস্থান ধরে রাখা ও যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়। পাল্টা আক্রমণে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা ম্লান হয়ে যাওয়ার পর ইউক্রেন এখন পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ার ভিতরে ও বাইরে আক্রমণ চালাচ্ছে। আগস্ট মাসের শুরুতে ক্রিমিয়া ও রাশিয়ার দখলে থাকা দক্ষিণ ইউক্রেনের ভূখন্ডকে সংযুক্ত করা দুটি সেতুতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই দক্ষিণাঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা ভেদ করতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী।

সামরিক বিশ্লেষকরা বলছেন, ক্রিমিয়ার প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে ইউক্রেন আশা করছে যদি উপদ্বীপটিকে বিচ্ছিন্ন করা যায় তাহলে দখলকৃত অঞ্চলে রুশ বাহিনীর অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়বে। এতে রাশিয়া এক ধরনের পিছু হটতে বা সমঝোতায় বাধ্য হবে, কিংবা এই সুযোগে ক্রিমিয়া পুনরুদ্ধারে ইউক্রেন অভিযান শুরু করতে পারবে। একই সময়ে ইউক্রেন দক্ষিণাঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষাকে দুর্বল করার চেষ্টা করছে।

 

সর্বশেষ খবর