সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নাইজারে শান্তি ফেরাতে ‘শেষ চেষ্টা’

দুদিন আগেই নাইজারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সরকারের বিরুদ্ধে সেনা অভিযানের সিদ্ধান্ত জানায় পশ্চিম আফ্রিকার জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)। সেই সিদ্ধান্ত থেকে গত পরশু সরে আসে সংস্থাটি। এবার নাইজারের সেনা নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য সেখানে একটি পার্লামেন্টারি কমিটিকে পাঠানোর কথা জানিয়েছে ইকোওয়াস। সংস্থাটির একজন মুখপাত্র জানান, নাইজারে বেসামরিক শাসন পুনরুদ্ধারে আঞ্চলিক উদ্যোগের ‘শেষ চেষ্টার’ অংশ হিসেবে ওই প্রতিনিধি দল সেখানে পাঠানো হবে। প্রতিনিধি দলে ধর্মীয় নেতারাও রয়েছেন। গত ২৬ জুলাই নাইজারের সামরিক বাহিনী দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে বন্দি করে এবং দেশটির নির্বাচিত সরকারকে বিলুপ্ত ঘোষণা করে ক্ষমতার দখল নেয়। আঞ্চলিক শক্তি এ অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়ে বন্দি প্রেসিডেন্টকে মুক্তি দিয়ে তার হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আল্টিমেটাম দেয়। নতুবা এমনকি সামরিক হস্তক্ষেপ করা হতে পারে বলেও হুমকি দেয়। নাইজারে সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা দেশগুলোর মূল মাথাব্যথার কারণ হয়ে উঠেছে ওই অঞ্চলে রাশিয়ার প্রভাব আরও বৃদ্ধির আশঙ্কা।

যেমনটা হয়েছে প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোতে। ওই দুই দেশেও সামরিক অভ্যুত্থানের পর বর্তমান জান্তা বাহিনী নিজ নিজ দেশ থেকে ফ্রান্সের সেনাদের বহিষ্কার করেছে। নাইজার, মালি ও বুরকিনা ফাসো এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিল।

সর্বশেষ খবর