বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ইকুয়েডরে আরেক রাজনীতিককে গুলি করে হত্যা

ইকুয়েডরে আরও এক রাজনীতিককে গুলি করে হত্যা করা হয়েছে। গত সপ্তাহেও এক প্রার্থীকে নির্বাচনী প্রচারের সময় গুলি করে হত্যা করা হয়। দেশের উত্তরের এসমেরালদাস প্রদেশের বাসিন্দা স্থানীয় ওই নেতার নাম পেদ্রো ব্রিয়নেস। মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় অজ্ঞাত বন্দুকধারীরা সোমবার তাকে গুলি করে হত্যা করে বলে জানিয়েছে বিবিসি।

মাত্র পাঁচ দিন আগে গত বুধবার রাজধানী কিতোতে নির্বাচনী প্রচারের শেষে ফেরার সময় প্রেসিডেন্ট প্রার্থী ফের্নান্দো ভিয়াভিসেনসিওর ওপর হামলা চালানো হয়। তিনি দেশটির জাতীয় পরিষদের একজন সদস্য ছিলেন। ২০ আগস্ট ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। ইকুয়েডরে মাদক পাচারকারী অপরাধী দলগুলোর সংখ্যা বাড়ছে। এরা দেশজুড়ে বাড়তে থাকা সহিংসতায় ইন্ধন দিচ্ছে।

এসব সহিংসতা এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দলটির প্রেসিডেন্ট প্রার্থী লুইসা গঞ্জালেস বলেন, ইকুয়েডর ‘নিজের সবচেয়ে রক্তাক্ত অধ্যায়ের’ মধ্য দিয়ে যাচ্ছে। কী কারণে ব্রিয়নেসকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট হয়নি।

সর্বশেষ খবর