বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিধ্বংসী দাবানলে মৃত্যুপুরী হাওয়াই, ১০৬ লাশ উদ্ধার

বিধ্বংসী দাবানলে মৃত্যুপুরী হাওয়াই, ১০৬ লাশ উদ্ধার

ভয়াবহ দাবানল গ্রাস করার এক সপ্তাহ পার করল যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপ। হাওয়াইয়ের পুড়ে ছাই হয়ে যাওয়া এলাকায় তল্লাশি যত চলছে, ততই উদ্ধার হচ্ছে একের পর এক অগ্নিদগ্ধ লাশ। গতকাল পর্যন্ত ১০৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় বের করতে করা হচ্ছে ডিএনএ পরীক্ষা। মঙ্গলবার প্রথমবারের মতো আগুনে নিহত দুজনের নাম প্রকাশ করা হয় বলে জানায় বিবিসি। তারা হলেন ৭৪ বছরের রবার্ট ডিকম্যান এবং ৭৯ বছরের বাডি জ্যানটক। কর্তৃপক্ষ আরও তিনজনের পরিচয়ও শনাক্ত করতে পেরেছে। কিন্তু পরিবারকে খবর না দেওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না।

দ্বীপের ২২০০টি অফিস, বাড়ি, ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, দাবানলের কারণে হাওয়াইয়ের আক্রান্তদের জন্য এককালীন আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ঙ্করতম দাবানল এটিই। ৮ আগস্ট মাউই দ্বীপে দাবানল শুরু হয়। ঘূর্ণিঝড়ের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সমুদ্রতীরবর্তী শহরে। সেই সময় সতর্কবার্তা পৌঁছায়নি স্থানীয়দের কাছে। দাবানলের আগুনে ঘরের মধ্যে আবদ্ধ হয়েই প্রাণ হারান বহু সাধারণ মানুষ।

সর্বশেষ খবর