বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আগামী বছর তাপমাত্রা আরও বাড়বে, সতর্ক করল নাসা

পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসে ২০২৩ সাল উষ্ণতম হিসেবে রেকর্ড করা হয়েছে। জলবায়ু বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী, ২০২৪ সাল ২০২৩ সালের চেয়েও উষ্ণতম হতে পারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার শীর্ষ জলবায়ুবিদ গ্যাভিন শ্মিডট বলেন, ‘আমরা সারা বিশ্বে জলবায়ুর অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা ইউরোপ, চীন এবং যুক্তরাষ্ট্রে যে তাপতরঙ্গ দেখছি, তা এ যাবতকালের সব রেকর্ড ভেঙে ফেলছে।’

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান বিজ্ঞানী সারাহ কাপনিক সোমবার সাংবাদিকদের বলেছেন, ২০২৩ সাল এখনো পর্যন্ত তৃতীয় উষ্ণতম হিসেবে রেকর্ড করা হয়েছে। এটি কার্যত নিশ্চিত যে, ৯৯ শতাংশের বেশি সম্ভাবনা রয়েছে যে ২০২৩ সাল উষ্ণতম পাঁচ বছরের তালিকায় স্থান পাবে এবং ২০২৪ রেকর্ড উষ্ণতম হবে এমন প্রায় ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা জানান, বিশ্বের সামগ্রিক উষ্ণতা, বিশেষ করে মহাসাগরগুলোতে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাইরেও সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বিগত বেশ কয়েক মাসে অনেকটাই বেড়ে গেছে। বিজ্ঞানীদের অনুমান তাপমাত্রার এ বৃদ্ধি আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। কারণ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ আর প্রভাব ক্রমশ বাড়ছে। নাসার গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের ডিরেক্টর গ্যাভিন স্মিডট বলেছেন যে, প্রশান্ত মহাসাগরে এল নিনোর উপস্থিতি আগামী বছর তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। এল নিনোর সবচেয়ে বড় প্রভাব আসলে ২০২৪ সালে ঘটবে।

সর্বশেষ খবর