শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
রেডক্রসের প্রতিবেদন

খাদ্য সংকটে দেড় কোটি আফগান

খাদ্য সংকটে দেড় কোটি আফগান

আফগানিস্তান বর্তমানে জনসংখ্যা প্রায় সোয়া ৪ কোটি। এর মধ্যে ভয়াবহ প্রতিবেদন দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস। বর্তমানে আফগানিস্তানের দেড় কোটির বেশি মানুষ খাদ্য সংকটের মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে। খাদ্য সংকট রুখতে বিশ্বের দেশগুলোর সঙ্গে আফগান সরকারের আলোচনা চালানো উচিত বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। রেডক্রসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে চরম আর্থিক সংকটের মুখে পড়েছে দেশটি। এর ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। দেশের ১ কোটি ৫৫ লাখ মানুষ খাদ্য সংকটের মুখে পড়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অর্থনৈতিক সংকটের পাশাপাশি দেশটি গত ৩ বছর ধরে ব্যাপক খরার সম্মুখীন হয়েছে। খরার ফলে প্রায় ২.৭ মিলিয়ন আফগানকে দুর্ভিক্ষের সম্মুখীন হতে হয়। এ নিয়ে তালেবান সরকারের কোনো মন্তব্য নেই বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। এদিকে দেশটির উপঅর্থমন্ত্রী আবদুল লতিফ নাজারি জানিয়েছেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সংকট মোকাবিলায় কয়েকটি দেশের সঙ্গে কথা বলা হয়েছে বলেও জানান তিনি। ২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান। কিন্তু তার পর থেকে দেশটি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়। বৃদ্ধি পায় দারিদ্র্য। একাধিক নিষেধাজ্ঞার ফলে কমতে থাকে মানুষের ক্রয়ক্ষমতাও।

 

সর্বশেষ খবর