রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেনের চেরনিহিভে ক্ষেপণাস্ত্র হামলা

জেনারেলদের সঙ্গে ভ্লাদিমির পুতিনের হঠাৎ বৈঠক

ইউক্রেনের চেরনিহিভে ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের চেরনিহিভে রুশ ক্ষেপণান্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত একটি আবাসিক ভবন -এএফপি

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা চলছেই। এবার ইউক্রেনের চেরনিহিভ শহরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয় বছরের একজন শিশুও রয়েছে। এই হামলায় আহত হয়েছে আর ৯০ জন। গতকাল ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আহতদের মধ্যে ১২ শিশু রয়েছে। এই হামলায় একটি বিশ্ববিদ্যালয় ভবন, থিয়েটার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার একটি ছোট ভিডিও শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাতে দেখা যায়, পার্ক করে রাখা একটি গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সিটি সেন্টারের একটি ভবন আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ইউক্রেন যুদ্ধে দায়িত্বরত সশস্ত্র বাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের পক্ষ থেকে গতকাল এ তথ্য জানানো হয়েছে। পুতিন এমন সময় জেনারেলদের সঙ্গে বৈঠক করলেন যখন ইউক্রেন দাবি করছে দক্ষিণ-পূর্বাঞ্চলে পাল্টা আক্রমণে তারা কিছু সাফল্য পেয়েছে।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘রোস্তোভ-অন-ডনে অবস্থিত বিশেষ সামরিক অভিযানের হেডকোয়ার্টারে একটি বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন।’

বিবৃতিতে ক্রেমলিন আরও জানিয়েছে, পুতিন ইউক্রেনে মস্কোর বিশেষ সামরিক অভিযানের সর্বাধিনায়ক সেনাপ্রধান ভেলারি গেরাসিমোভসহ অন্য সেনা কর্মকর্তাদের কাছ থেকে তথ্য শোনেন। রুশ প্রেসিডেন্টের দফতর বৈঠকের ব্যাপারে এরচেয়ে বেশি তথ্য আর দেয়নি। এ ছাড়া বৈঠকের বিস্তারিত কিছুও জানায়নি। পুতিনের সঙ্গে শীর্ষ জেনারেলদের কখন বৈঠক হয়েছে সে বিষয়টিও নিশ্চিত নয়। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ-তে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেনাপ্রধান গেরাসিমোভ সন্ধ্যা বা রাতের কোনো একটা সময়ে পুতিনকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং স্বল্প সময়ের জন্য হাত মিলিয়ে তাকে ভবনের ভিতর নিয়ে যাচ্ছেন। সেনাপ্রধান গেরাসিমোভকে কয়েক মাস ধরে খুব বেশি জনসম্মুখে দেখা যাচ্ছে না। গত জুনে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ যখন বিদ্রোহ করে তখন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন গেরাসিমোভের পদত্যাগ দাবি করেছিলেন। রোস্তোভ-অন-ডন ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাশিয়ার সাউদার্ন মিলিটারি কমান্ডের হেডকোয়ার্টার। এই সাউদার্ন মিলিটারি কমান্ডের সেনারাই ইউক্রেনে যুদ্ধ করছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায় রুশ সেনারা। তারা এটিকে বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে থাকে। রয়টার্স

সর্বশেষ খবর