বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

থাকবে না ডলারের দাপট

ব্রিকস সম্মেলনে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ রাশিয়ার

ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আসলে পুতিন বনাম পশ্চিমা দেশগুলোর লড়াই। এ প্রেক্ষাপটেই দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সামিটে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কার্যত অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করল রাশিয়া। সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঙ্কার, ‘আর থাকবে না ডলারের দাপট।’ পাঁচটি দেশ ভারত, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ার মিলিত জোট ব্রিকস। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে জোটের পঞ্চদশ শীর্ষ সম্মেলন। আগামীকাল শেষ হবে এ সম্মেলন। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামপোসা যোগ দিলেও ভারর্চুয়ালি অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা থাকায় দক্ষিণ আফ্রিকায় সশরীরে হাজির না থাকলেও ব্রিকস জোটে আমেরিকাবিরোধী সুর বেঁধে দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আর থাকবে না ডলারের দাপট। আমাদের অর্থনীতির ডি-ডলারাইজেশন প্রক্রিয়া দ্রুত চলছে।

সাম্য, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের নীতি মেনেই আমরা এগিয়ে যেতে চাই।’ তিনি জানান, আন্তর্জাতিক অর্থনীতিতে ডলারের আধিপত্য ধ্বংস করতে ব্রিকসের তৈরি ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ কাজ করবে। সদস্য দেশের মধ্যে জাতীয় মুদ্রায় লেনদেন করার কথাও বলেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর