শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

‘তেজস্ক্রিয়’ পানি সমুদ্রে ফেলল জাপান চীনের প্রতিবাদ

চীনের আপত্তিকে পাত্তা না দিয়ে ১২ বছর আগের সুনামি-বিধ্বস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ‘তেজস্ক্রিয় পানি’ প্রশান্ত মহাসাগরে ফেলল জাপান। ফুকুশিমা পরমাণু কেন্দ্রের পরিচালন সংস্থা ‘টেপকো’ জানিয়েছে, গতকাল সকালে পরিস্রুত করা ওই পানির একাংশ সমুদ্রে ফেলা হয়েছে। পাম্পের সাহায্যে এ প্রক্রিয়া শুরু হয় বলে জানিয়েছে জাপান। প্রায় ২০ মিনিট পরে প্রথম পর্যায় সম্পন্ন করার উদ্দেশ্যে অন্য একটি পাম্পকেও সক্রিয় করা হয়। এর প্রতিক্রিয়ায় চীন তাৎক্ষণিকভাবে জাপান থেকে সব ধরনের সিফুড আমদানি নিষিদ্ধ ঘোষণা করে তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়। চীন আগে থেকেই ফুকুশিমা ও আশপাশের কয়েকটি প্রিফেকচার থেকে সিফুড আমদানি নিষিদ্ধ করে রেখেছিল, এবার নিষেধাজ্ঞা বিস্তৃত করে পুরো জাপানকেই এর আওতায় নিয়ে এল। চীনের এক শুল্ক কর্মকর্তা বলেছেন, ‘চীনে রপ্তানি করা জাপানি খাদ্য ও কৃষিপণ্যে  তেজস্ক্রিয় দূষণের ঝুঁকির বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন।’

প্রায় ১,০০০টি বিশেষ ধাতব কন্টেনারে ভরে রাখা সেই পানি ৩০ থেকে ৪০ বছর ধরে ধাপে ধাপে সাগরে ফেলতে চায় জাপান।

 তার আগে জল পরিস্রুত করে যথাসম্ভব তেজস্ক্রিয়তামুক্ত করা হয়েছে বলে আইএইএর কাছে দাবি জানানো হয়েছিল। আর আইএইএ গত মাসে এর অনুমোদন দেয়।

সর্বশেষ খবর