শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
জলবায়ু পরিবর্তন

বরফ গলে অ্যান্টার্কটিকায় ১০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

বরফ গলে অ্যান্টার্কটিকায় ১০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকৃতির প্রায় সব ক্ষেত্রেই পড়তে শুরু করেছে। অতিসম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে অ্যান্টার্কটিকার এম্পেরর প্রজাতির পেঙ্গুইন। এরই মধ্যে এ প্রজাতির প্রায় ১০ হাজার পেঙ্গুইন ছানার বিপর্যয়কর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানায়, পানিতে সাঁতারোপযোগী জলরোধী পালক গজানোর আগেই পেঙ্গুইনের ছোট ছোট ছানাগুলোর পায়ের নিচের বরফ গলে তা ভাঙতে শুরু করে। ফলে হয় পানিতে ডুবে কিংবা বরফ-ঠাণ্ডা পানিতে জমে ছানাগুলো মারা যায়। ঘটনাটি ঘটেছে গত বছর অ্যান্টার্কটিকার পশ্চিমে, বেলিংশাউসেন সাগরের সম্মুখভাগে। স্যাটেলাইটের ছবিতে সে দৃশ্য ধরা পড়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, বিশ্ব উষ্ণায়নের এই যুগে বরফ ক্রমাগত গলতে থাকায় চলতি শতকের শেষ নাগাদ ৯০ শতাংশেরও বেশি এম্পেরর পেঙ্গুইন কলোনি বিলুপ্ত হয়ে যাবে। কারণ ব্যাখ্যায় বিবিসিকে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (বিএএস) ড. পিটার ফ্রেটওয়েল বলেন, ‘এ (এম্পেরর) প্রজাতির পেঙ্গুইন তাদের প্রজননচক্রের জন্য সাগরের বরফের ওপর নির্ভরশীল; ছানাদের বিকাশে এই বরফ তাদের জন্য একটি স্থায়ী প্ল্যাটফরম। কিন্তু সেই বরফই যদি যথেষ্ট এলাকাজুড়ে না থাকে, কিংবা দ্রুত গলে যায়- তাহলে এই পাখিরা বিপদে পড়ে যাবে।’

গত বছর স্যাটেলাইটের মাধ্যমে অ্যান্টার্কটিকার পশ্চিমে, বেলিংশউসেন সাগরের সম্মুখভাগে অবাধে হাজারও পেঙ্গুইন মারা যাওয়ার ঘটনাটি উঠে আসে। ড. ফ্রেটওয়েল এবং তার সহকর্মীরা ‘কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ জার্নালে ২০২২ সালে পেঙ্গুইনের এমন পরিণতির প্রতিবেদনটি প্রকাশ করেছেন।

গবেষণায় এও বলা হয়েছে, ‘এখনো আশা শেষ হয়ে যায়নি- আমরা কার্বন নিঃসরণ কমিয়ে আনতে পারি। আর যদি তাতে ব্যর্থ হই, তাহলে এই আইকনিক, সুন্দর পাখিগুলোকে বিলুপ্তির দ্বারপ্রান্তে নিয়ে যাব আমরা।’

সর্বশেষ খবর