শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ক্রিমিয়ায় ৪২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত

ক্রিমিয়ায় ৪২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এখন ড্রোন হামলার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। দুই দেশেই থেমে থেমে ড্রোন হামলা চালাচ্ছে। এর মধ্যে গতকাল রাশিয়া দাবি করেছে, ক্রিমিয়ায় ৪২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপে ৪২টি ইউক্রেনীয় ড্রোনের একটি ঝাঁক গুলি এবং বৈদ্যুতিক ব্যবস্থাপনায় নিষ্কিৃয় করা হয়েছে।

এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে কি না, তা মন্ত্রণালয় জানায়নি। ২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর অভিযান শুরুর পর থেকে কিয়েভ প্রায়ই ক্রিমিয়াকে লক্ষ্যবস্তু করে আসছে। তবে কয়েক সপ্তাহে হামলার সংখ্যা বেড়েছে।

কিয়েভ বারবারই বলেছে, তারা ক্রিমিয়াকে ফেরত পেতে চায়। বৃহস্পতিবার কিয়েভ বলেছে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ায় তাদের বাহিনী ইউক্রেনের পতাকা উড়িয়েছে। আগের দিন বুধবার কিয়েভ বলেছে, তারা ওই এলাকায় রাশিয়ার এস-৪০০ বিমানবিধ্বংসী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

সর্বশেষ খবর