মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শিক্ষাবৃত্তি নিয়েও বিদেশ যেতে পারছেন না আফগান নারীরা

শিক্ষাবৃত্তি নিয়েও বিদেশ যেতে পারছেন না আফগান নারীরা

এবার শিক্ষাবৃত্তি নিয়েও দেশের বাইরে যেতে পারবে না আফগানিস্তানের নারীরা। নারী শিক্ষার ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তালেবান সরকার। এবার দেশটির নারীদের বৃত্তি নিয়ে বিদেশে যাওয়ার পথও রুদ্ধ হলো। মূলত আফগানিস্তানে তালেবান শাসন ফেরার পর থেকেই নারীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে। বিবিসি জানায়, মোট ১০০ আফগান নারী দুবাইয়ে পড়াশোনার জন্য বৃত্তি পেয়েছিল। তার মধ্যে অন্তত ৬০ জনকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেয় তালেবান।

এদেরই একজন ২০ বছর বয়সী এক নারী, যার ছদ্মনাম নাটকাই। তিনি বলেন, তালেবান নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দুয়ার বন্ধ করে দেওয়ার পর আমার একমাত্র ভরসা ছিল বৃত্তি, যা বিদেশে পড়তে যাওয়ার জন্য সহায়ক হতো। ওই নারী আরও জানিয়েছেন, নিজের মাতৃভূমির বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ন্যূনতম সুযোগ থাকলেও তিনি লেখাপড়া চালিয়ে যেতেন। তবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেও ওই নারী নতুন নিষেধাজ্ঞার কারণে যেতে পারছেন না। গত বছর ডিসেম্বরে আফগানিস্তানে তালেবান বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়া নিষিদ্ধ করার পর আফগান নারীদের জন্য বৃত্তি ঘোষণা করা হয়েছিল। নাটকাই গত বুধবার পরিবারকে বিদায় জানিয়ে দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে যান। পরক্ষণেই হতাশ হতে হয় তাকে। এই নারী বলেন, ‘তালেবান কর্মকর্তারা যখন আমাদের টিকিট এবং পড়তে যাওয়ার ভিসা দেখল তখন বলল, নারীদের স্টুডেন্ট ভিসায় আফগানিস্তান ছেড়ে যাওয়া মানা।’

সর্বশেষ খবর