মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সূর্যকে জানতে ভারতের আদিত্য রওনা দিচ্ছে শনিবার

সূর্যকে জানতে ভারতের আদিত্য রওনা দিচ্ছে শনিবার

চাঁদকে ‘জয়’ করার আনন্দের আবহ এখনো শেষ হয়নি এরমধ্যে ভারত এবার সূর্যের দিকে হাত বাড়াল। দেশটির মহাকাশ সংস্থা ইসরো গতকাল জানাল, আগামী শনিবারই পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে আদিত্য-এল১। যা ভারতের প্রথম সৌর অভিযান হতে চলেছে। ওই দিন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সূর্যের পানে যানে আদিত্য-এল১। ইসরোর তরফে জানানো হয়েছে, সৌরজগতের লুগ্রেঞ্জ পয়েন্ট ১-র চারপাশে যে কক্ষপথ আছে, তাতে পৌঁছাবে মহাকাশযান। যেখান থেকে পৃথিবীর দূরত্ব প্রায় ১৫ লাখ কিলোমিটার। সেখান থেকে কোনো গ্রহণ বা কোনোরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যের ওপর নজর রাখবে ইসরো। তার ফলে সূর্যে কী কী হচ্ছে এবং মহাকাশের আবহাওয়ার ওপর সেসব বিষয়ের কী প্রভাব পড়ছে, তা সঙ্গে-সঙ্গে বোঝা যাবে।

 

সর্বশেষ খবর