বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শস্য চুক্তি নিয়ে আলোচনা করতে রাশিয়া যাবেন এরদোগান

শস্য চুক্তি নিয়ে আলোচনা করতে রাশিয়া যাবেন এরদোগান

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির যে চুক্তি ভেঙে গেছে তা নিয়ে আলোচনার জন্য ‘শিগগিরই’ রাশিয়া যাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের ক্ষমতাসীন দল এ কে পার্টির একজন মুখপাত্র সোমবার এ কথা জানান। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রুশ বাহিনী প্রথমেই কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরগুলোর দখল নেয়। ফলে বন্ধ হয়ে যায় সমুদ্রপথে দেশটির পণ্য রপ্তানি। বিশ্বের অন্যতম শীর্ষ খাদ্যশস্য ও ভোজ্যতেল রপ্তানিকারক দেশ ইউক্রেন এবং দেশটির বেশির ভাগ পণ্য রপ্তানি হতো সমুদ্রপথে।

ইউক্রেন থেকে খাদ্যপণ্য আসা বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তার প্রভাব পড়ে বিশ্ববাজারে। এ অবস্থায় জাতিসংঘ ও তুরস্কের উদ্যোগে গত বছরের শেষ ভাগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যপণ্য রপ্তানির বিষয়ে একটি চুক্তি হয়।

সর্বশেষ খবর